মানিক দত্ত:ডাঃ সেকান্দর আলী কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থী নাইম ইসলাম বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে বিমান বাহিনীর হয়ে অংশ গ্রহণ করে ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক জিতেছে। এ ছাড়াও নাইম ১০০ মিটার স্প্রিন্টে ও ৪০০ মিটার রিলেতে ব্রোঞ্জ পদক জিতেছে। ইতিপূর্বে নাইম ময়মনসিংহ শিক্ষাবোর্ড আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ক্রীড়াবিদের পুরস্কার পায়। তার কৃতিত্বের কারণে ডাঃ সেকান্দর আলী কলেজ ময়মনসিংহ শিক্ষাবোর্ড আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কলেজ হিসেবে পুরস্কৃত হয়। সে সময় কলেজের পক্ষ থেকে তাকে ১৪ হাজার টাকায় রানিং সু কিনে দিয়ে পুরস্কৃত ও সহযোগিতা করা হয়েছিল। এবারও নাইমকে তার এই বিশাল কৃতিত্বের জন্য ডাঃ সেকান্দর আলী কলেজের পক্ষ থেকে এবং শেরপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত অভিনন্দন জানিয়েছেন।