শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নে
জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির রোমানের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুন) বাদ জুমা নন্নীবাজার বাইতুল আমান মার্কাজ মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা পরিষদের সদস্য ও নন্নী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. বিল্লাল হোসেন চৌধুরী।
শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রোমান সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ায় তার ও পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত মুসল্লিদের অংশ গ্রহনে জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রোমান এবং তার পরিবারের সদস্যদের সার্বিক সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওই মসজিদের ঈমাম এবং খতিব মাওলানা মুফতি মোঃ সালমান মুনির।