শেরপুরের ঝিনাইগাতীর বনগাঁও গ্রামের হেলাল উদ্দিনের পরিবারের জমজ ৩ শিশু নিয়ে আর্থিক সংকটে 

শেরপুরের ঝিনাইগাতীর বনগাঁও গ্রামের হেলাল উদ্দিনের পরিবারের জমজ ৩ শিশু নিয়ে আর্থিক সংকটে 

মোহাম্মদ দুদু মল্লিক :শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নে হেলাল উদ্দিন এর পরিবারে জমজ তিন সন্তান সহ ৫ সন্তানকে নিয়ে আর্থিক সংকটে পড়েছেন বাবা-মা। ৩ জমজ শিশু সন্তানসহ ৫ জন ছেলে মেয়ে নিয়ে পরিবারের সদস্য সংখ্যা ৭ জন। বনগাঁও গ্রামের প্রাক্তন মেম্বার আঃ হাই এর পুত্র মোঃ হেলাল উদ্দিন নিম্ন আয়ের একজন মানুষ। একটি ৯ বছরের মেয়ে ও একটি ৭ বছরের ছেলে থাকার পরও গত ৩ মাস পূর্বে তার ঘরে আসে জমজ ৩ সন্তান। ওই তিন সন্তান সুস্থ ও স্বাভাবিক রয়েছে। সন্তান তিনটিকে লালন পালন করতে গিয়ে হেলাল উদ্দিনের স্ত্রীর পাশাপাশি হেলাল উদ্দিন নিজেও সময় ব্যয় করছেন জমজ সন্তানদের জন্যে এতে করে তার সংসারে আয় রোজগারের কোন মানুষ থাকছে না। গত তিন মাসে তিনি টাকা পয়সা ধার দেনা করে অনেক ঋণী হয়ে গেছেন। জমজ ৩ সন্তানসহ ৫ সন্তানের এবং তারা স্বামী-স্ত্রী ২ জনসহ ৭ জনের খাদ্য সহ ভরণ পোষণে মারাত্মক অসুবিধায় পড়েছেন হেলাল উদ্দিন। তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা কামনা করছেন। ইতিমধ্যেই ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, হেলাল উদ্দিনের স্ত্রীর নামে একটি মাতৃত্ব ভাতার ব্যবস্থা করে দিয়েছেন বলে জানা গেছে। জমজ তিনজনই ছেলে সম্তান প্রায় তিনমাস পূর্বে জন্ম হয় ৩ ছেলে সন্তান সুস্থ স্বাভাবিক রয়েছে এতে করে বাবা মা আনন্দের সাথেই বলেন আল্লাহ দিয়েছেন আমরা খুশি কিন্তু কাজে কামে যেতে পারিনা তাই বর্তমানে আমরা আর্থিক সংকটে পড়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *