মোহাম্মদ দুদু মল্লিক: শেরপুরের ঝিনাইগাতীতে পানিতে ডুবে মো. অনন্ত(৪)বয়সের এক শিশুর মৃত্যুে হয়েছে। নিহত শিশু অনন্ত উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বটতলী গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে। ঘটনাটি ঘটেছে ৫ জানুয়ারী শুক্রবার দুপুর আনুমানিক ২ ঘটিকার দিকে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শিশু অনন্ত পরিবারের সকলের অজান্তে খেলতে গিয়ে গনি মিয়ার পুকুরে পড়ে মারা যায়। খুঁজাখুঁজির এক পর্যায়ে শিশু অনন্তকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পানি থেকে উদ্ধার করে দেখা যায় অনেক আগেই তার মৃত্যু হয়েছে। শিশু অনন্তের মৃত্যুতে পরিবারের সুখের ছায়া নেমে এসেছে।এসআই আনোয়ার হোসেন ঘটনা নিশ্চিত করেছেন।
