স্টাফ রিপোর্টার; শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন সপরিবারে করোনা মুক্ত হয়েছেন। ২১ এপ্রিল বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) জুলফিকার হোসাইন রনি। তিনি এখন সুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন।
উল্লেখ্য, ৯ এপ্রিল তার স্ত্রী ইডেন কলেজের অধ্যাপক সানজিদা নাছরিন, দুই ছেলে ও কাজের মেয়েসহ সবাই করোনায় আক্রান্ত হয়েছিলেন।