স্টাফ রিপোর্টার:
শেরপুর পৌরশহরের পশ্চিম গৌরিপুর মহল্লায় নারগিস আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শেরপুর সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে নিজ ঘর থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পশ্চিম গৌরিপুর মহল্লায় সোহেল রানা ও নারগিস আক্তার দম্পতি নিজেদের টিনসেড বাসায় থাকেন। গতকাল বুধবার রাত নয়টার দিকে ওই বাসায় সোহেল রানার পিতা-মাতা বেড়াতে এলে পারিবারিক বিষয়াদি নিয়ে কথা কাটাকাটি হয়। পরে রাতেই তারা চলে যান ।
এদিকে আজ বৃহস্পতিবার বিকেলে বাইরে থেকে কাজ সেরে সোহেল রানা বাসায় ফিরলে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। এসময় অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে একপর্যায়ে টিনের বেড়া কেটে ঘরে ঢুকে স্ত্রী নারগিসের ঝুলন্ত লাশ দেখতে পায় সে। পরে খবর দিলে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।