স্টাফ রিপোর্টার: শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভূইয়ারচর গ্রামে সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শারমিন রহমান অমির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি দুপুরে ভূইয়ারচর গ্রামের সুবিধা বঞ্চিত মা ও শিশুদের ফ্রি চিকিৎসা ও মেডিসিন প্রদান করা হয়।
মোঃ রেজভী ইসলাম সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ সাজ্জাদুর রহমান ও মোঃ শফিকুল ইসলাম, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সায়েদা বেগম, পরিবার কল্যান পরিদর্শিকা মাহমুদা বেগম, পরিবার কল্যান সহকারী আনোয়রা বেগমসহ আরও অনেকে।