মানিক দত্ত, শেরপুর জেলা প্রতিনধিঃ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি হিমাগার, শেরপুর এর আওতায় মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় আলু রপ্তানীর উদ্বোধন করা হয়েছে। ১৩ এপ্রিল সকালে শেরপুর শেরীব্রিজ বিএডিসি উপপরিচালক এর কার্যালয়ে ওই আলু রপ্তানির উদ্বোধন করেন, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। শেরপুর বিএডিসি হিমাগার উপপরিচালক টিসি কৃষিবিদ খলিলুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন , কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মহিত কুমার দে।
উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মানিক দত্ত, ওয়ার্ড আওয়ামীলীগের সভপতি আবুল কালাম আজাদ, জাতীয় পুরুস্কারপ্রাপ্ত আলুবীজ চাষি উসমান গণি, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দীনসহ আরও অনেকে। উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।শেরপুর হতে মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় সর্বমোট ১০০ মেট্রিকটন আলু রপ্তানী হবে।প্রাথমিকভাবে ৬০ মেট্রিকটন রপ্তানী হচ্ছে। বাংলাদেশ হতে আলু রপ্তানীর চালান শেরপুর থেকেই প্রথম শুরু হলো।