বুলবুল আহম্মেদ শেরপুর :রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক শেরপুর জেলা পুলিশ দলকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেত্রকোনা জেলা পুলিশ দল।
শেরপুর পুলিশ লাইনস মাঠে মঙ্গলবার বিকেলে ফাইনাল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর-রশীদ ও শেরপুর জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন।
খেলায় টস জিতে নেত্রকোণা জেলা দলকে প্রথমে ব্যাট করতে পাঠায় শেরপুর জেলা দল। অলরাউন্ডার প্রান্ত সাহা, সামিউল ও রাকিবের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ১০ ওভারে নেত্রকোণা জেলা দল ৫ উইকেটে ১৪০ রান করে।
প্রান্ত নয়টি ছয় ও এক চারে অপরাজিত ৬১ রান, সামিউল দুই চার এক ছয়ে ২৪ এবং রাকিব করেন ২১ রান।
শেরপুরের বোলার সাইফুল নেন ২৮ রানে ২ উইকেট।
১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেরপুর জেলা দল ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান তোলে। শেরপুরের পক্ষে সাইফ ৩৫ রান, রবিউল ৩১ রান এবং সোহাগ করেন ২৫ রান।
নেত্রকোণার মাহবুব ১৭ রানে ২ উইকেট নেন।
অলরাউন্ডার প্রান্ত সাহা ফাইনালে অপরাজিত ৬১ রান এবং পুরো টুর্নামেন্টে ১৬০ রানের পাশাপাশি ৮ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ফাইনাল ও ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন।
টুর্নামেন্টে ময়মনসিংহ রেঞ্জের চার জেলা স্বাগতিক শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার পুলিশ দল অংশ নেয়।
এসময় ইনসার্ভিস ট্রেনিং সেন্টার এর কমান্ড্যান্ড আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর মাহমুদুল হাসান ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার ময়মনসিংহ রেন্জ মোঃ রউফ, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুনসহ পাঁচ উপজেলার অফিসার ইনচার্জ ওসিগণ ডিআইও ১ আবুল বাশারসহ পুলিশ কর্মকর্তা স্থানীয় মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।