বুলবুল আহম্মেদ শেরপুর :চতুর্থ ধাপে অনুষ্ঠিত দেড়শো বছরের শেরপুর ও শ্রীবরদী পৌরসভা রাত পোহালেই ভোট গ্রহণ। শেরপুর পৌরসভায় প্রথমবারের মত ইভিএম মেশিন ও শ্রীবরদী পৌরসভায় ব্যালটের মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহন শুরু হবে।
নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গ্রহণের লক্ষে মাঠে থাকবে নির্বাহী ম্যাজিট্রেট, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়াও সাদা পোষাকে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরা কাজ করবেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রতিদ্বন্দ্বী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন নৌকা প্রতীক নিয়ে অপরদিকে, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবিএম মামুনুর রশিদ পলাশ।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে এডভোকেট রফিকুল ইসলাম আধার, চামচ প্রতীক নিয়ে মোঃ আরিফ রেজা, নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রকৌশলী আতাউর রহমান, ক্যারাম বোর্ড প্রতীক নিয়ে আল আমিন ও মোবাইল ফোন প্রতীক নিয়ে আনোয়ার সাদাত সুইট প্রতিদ্বন্দ্বীতা করছেন।

শ্রীবরদী পৌরসভায় মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এতে আওয়ামী লীগের মোহাম্মদ আলী লাল মিয়া নৌকা প্রতিক নিয়ে, বিএনপির আব্দুল হাকিম ধানের শীষ প্রতিক নিয়ে, হাবিবউল্লাহ হাবি জগ প্রতিক এবং জাফর উল্লাহ জাফর হাতপাখা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন ।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, এই প্রথমবারের মত শেরপুর পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উল্লেখ্য, শেরপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৫ হাজার ৭৩৮ জন। ১৪ ফেব্রুয়ারি ৯ টি ওয়ার্ডে মোট ৩৫ টি ভোট কেন্দ্রে প্রথম বারের মত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শ্রীবরদী পৌরসভায় ২০৯০৯ জন ভোটার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ভোট প্রদান করবেন ।