শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের মৃগী নদীতে গোসল করতে নেমে তানজিলা আক্তার (১২) নামে এক কিশোরির মৃত্যু হয়েছে।
১৭ মে সোমবার দুপুরে সদর উপজেলার ধোপাঘাট এলাকায় মৃগী নদীতে এ ঘটনা ঘটে। মৃত তানজিলা স্থানীয় ইনসান আলী কণ্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা হতে ঈদ উদযাপন করতে নিজ গ্রামে আসেন ইনসান ও তার পরিবার। আজ দুপুরে ইনসানের মেয়ে তানজিলা আক্তার ও ছেলে জিহাদ একই সাথে গোসল করার উদ্দ্যেশে বাড়ি থেকে মৃগী নদীতে যায়। পরে গোসল করার এক পর্যায় শিশু জিহাদ ও তানজিলা আক্তারকে নদীর পানিতে তলিয়ে যেতে দেখে আশপাশে থাকা লোকজন শিশু সম্তান জিহাদকে উদ্ধার করতে পারে। কিন্তু অনেক চেষ্টার পরও ওই কিশোরিকে উদ্ধার করতে পারিনি। ফায়ারসার্ভিস ও স্থায়ীভাবে দীর্ঘ প্রায় ৩ ঘন্টা খোঁজাখুজির পর উদ্ধার করা হয় তানজিলাকে। পরে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন তানজিলা আক্তারের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।