বুলবুল আহাম্মেদ : জাতির জনক বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরের ঐতিহ্যবাহী তেরাবাজার মাদ্রাসার শিক্ষার্থীরা ১০১বার পবিত্র কোরআন খতম দিয়েছে। বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকীতে দেড় শতাধিক শিক্ষার্থী ১লা মার্চ থেকে শুরু করে আজ ১৭ মার্চ সকাল পর্যন্ত এই কোরআন খতম সমাপ্ত করে। এ উপলক্ষে আজ বিকালে মাদ্রাসা ক্যাম্পাসে দোয়া মহফিলের আয়োজন করে মাদ্রাসা কর্তৃ পক্ষ। দোয়া মহফিলে উপস্থিত ছিলেন শেরপুর সদর আসনের এমপি সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক,সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও মাদ্রাসা কমিটির আহবায়ক আওয়ামীলীগ নেতা ফকরুল মজিদ খোকন,আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, আনোয়ারুল হাসান উৎপল, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান প্রমুখ। দোয়া মহফিলে বঙ্গবন্ধুর আত্নার মাগ ফেরাতে বিশেষ দোয়া করা হয়।অনুষ্ঠানে ৩২জন শিক্ষার্থীরা মাওলানা কোর্স শেষ করায় প্রত্যেককে বিভিন্ন ধর্মীয় বই উপহার দেন হুইপ আতিক।