স্টাফ রিপোর্টারঃ শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ শারমিন রহমান অমি। ১৬ জুন বুধবার দুপুরে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় ঔ সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ( উপ-সচিব ) এটিএম জিয়াউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুর জেলা শাখার সিনিয়র সহ – সভাপতি জেসমিন রহমান রূপালী, সহ সভাপতি ওয়ালিদ বিন ফেরদৌস লোটাস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম শাহীন, সদস্য আশিকুর রহমান আজিজ, ইমরান হোসেন খোকন প্রমূখ।