মাস্ক হাতে ট্রাফিক পুলিশ

মাস্ক হাতে ট্রাফিক পুলিশ

বুলবুল আহম্মেদ: করোনা সংক্রমণ হার ঊর্ধ্বমুখী, আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না কেউ। মাস্ক ছাড়াই অফিস, আদালত, বাজার, গণপরিবহনে চলাফেরা করছে মানুষ। সামাজিক দুরত্বের কোথাও কোন বালাই নেই। এমন পরিস্থিতিতে ‘মাস্ক পড়ার অভ্যাস,করোনামুক্ত বাংলাদেশ’-এই স্লোগানকে ধারণ করে শেরপুর সদর ট্রাফিক পুলিশ এর গণসচেতনতা মূলক মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
২৩ মার্চ মঙ্গলবার দুপুরে পৌর শহরের ব্যস্ততামোড় নবীনগর বাসস্ট্যান্ড ও থানার মোড় এলাকায় মাস্ক পড়ার উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইনের মাধ্যমে পথচারী ও বিভিন্ন অফিস আদালতে চাকরিজীবীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ হান্নান মিয়া, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) জাহাঙ্গীর আলম, আশরাফ আলী আকন্দ, সার্জেন্ট মির্জা বাছেদ বেগ, জাহাঙ্গীর খানসহ ট্রাফিক বিভাগের অন্যান্য পুলিশ কর্মকর্তা ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *