বুলবুল আহম্মেদ:শেরপুরে যথাযথ মর্যাদায় ইয়ং রিপোর্টার্স ইউনিটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ শনিবার রাত সাড়ে আটটায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
শেরপুর ইয়ং রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদুল খান সৌরভের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাল আল মামুন।
সংগঠনটির সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সহ-সভাপতি এস এম শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত।
এসময় অন্যান্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক মাসুদ হাসান বাধল, প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মারুফুর রহমান ফকির, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির,
ইয়ং রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শ্যামল হোসাইন, দপ্তর সম্পাদক মো. হামিদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এনামুল হক, সাংস্কৃতিক সম্পাদক মো. রাজন মিয়া, অর্থ সম্পাদক মো. সজিব হাসান, মানবাধিকার সম্পাদক এম এইচ রিদয়, ধর্ম সম্পাদক শেখ ফজলুর রহমান, ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, কার্যকরী সদস্য আজমল হোসেন, মো. জাকির হোসেন, সাধারণ সদস্যদের মধ্যে মো. জুয়েল উদ্দিন, মো. নাহিদ হাসান, নজরুল ইসলাম, মো. ওয়াহিদুল খান, বিডিক্লিন শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজু, রক্তসৈনিক শেরপুরের সভাপতি শামীম হোসেন, অন্তিপ অনিক, আশরাফুল ইসলাম, জেলা রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আজকের তারন্যোর প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল ইসলাম রতন, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক উত্তম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিগণদের সাথে নিয়ে শেরপুর ইয়ং রিপোর্টার্স ইউনিটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা হয়।
