ঝিনাইগাতী প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার থানা রোড এলাকায় দুইটি নলকূপ স্থাপন করেছে ‘ভয়েস অব ঝিনাইগাতীথ। শনিবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভিত্তিক এ স্বেচ্ছাসেবী সংগঠন ওই এলাকার রোকেয়া ও রেহেনা বেগমের বাড়িতে এ নলকূপ স্থাপন করে।
আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবাল নলকূপ স্থাপনে আর্থিক সহায়তা করেন।
ভয়েস অব ঝিনাইগাতীথর প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, থানা রোড এলাকার এ পরিবার দুইটি দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের বাড়িতে স্থাপিত নলকূপ থেকে পানি এনে সংসারের যাবতীয় কাজ করতেন। এ বিষয়ে তাকে জানালে, ড. জাফর ইকবালের সঙ্গে যোগাযোগ করলে তিনি (জাফর) দুইটি নলকূপ স্থাপনে আর্থিক সহায়তা করেন।
নলকূপ দুইটি স্থাপনে তাদের কষ্ট লাঘব হয়েছে বলে জানান তিনি।