বুলবুল আহম্মেদ:আসন্ন শেরপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ পলাশ এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর পৌর বিএনপির আয়োজনে পৌরসভার উপকন্ঠ খোয়ারপাড় শাপলা চত্বর মোড় এলাকায় ওই পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।
শেরপুর শহর বিএনপির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক সফিকুল ইসলাম মাসুদ, কোষাধ্যক্ষ আলহাজ্ব এমদাদুল হক মাষ্টার, যুব বিষয়ক সম্পাদক রমজান আলী, পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব হাসানুর রেজা জিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, সেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান, শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশরাফুল আলম জুন, ছাত্রদলের সভাপতি শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন প্রমুখ।
এসময় বক্তারা আগামী ১৪ ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচনে প্রত্যেককে একটি করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়াও দলীয় নেতাকর্মীদের ভোটকেন্দ্রে অতন্ত প্রহরী হিসেবে স্বতস্ফুর্তভাবে থাকার নির্দেশনা দেওয়া হয়। শেরপুর পৌরসভায় ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা আগামী ১৪ তারিখ নির্বাচনের ভোটের মাধ্যমে প্রমাণ করবে জনগন।