শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ভিক্ষুক মারফত আলী (৮০) ও কাজলী বেগম (৬০) কে নিয়ে স্থানীয় ও জাতীয় কিছু অনলাইন নিউজ পোর্টালে করা প্রতিবেদন দেখতে পেয়ে শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম তার বাড়িতে গিয়ে
সার্বিক খোজখবর নেন। সেইসাথে তার থাকার ঘর সাময়িক ঠিক করার জন্য দুইবান টিন দিয়ে আসেন। একইসাথে তাদের থাকার জন্য একটি পূর্ণাঙ্গ ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস প্রদান করেন। চেয়ারম্যান রফিকুল ইসলামের এমন
মহৎ কাজকে প্রশংসা করেন স্থানীয় লোকজন।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, মেহেদী , প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুদ রানা, পাকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা আবু বক্কর সিদ্দিক প্রমূখ।
