বুলবুল আহম্মেদ শেরপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য অবমাননা ও ভাংচুরের প্রতিবাদে শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আয়োজনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা শহরের নিউ র্মাকেট মোড়ে সংগঠনটির সভাপতি আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এর সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক ডা. শারমিন রহমান অমি, সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব মোখলেছুর রহমান আকন্দ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডে’র সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাহিন।
মানববন্ধনে শেরপুর জেলা সদরসহ পাঁচ উপজেলার নেতৃবৃন্দ ও বিভিন্নস্তরের প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ অংশ নেন।
পরে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মাটি ও মানুষের সাথে মিশে আছে। তাকে কখনো ধ্বংস করা যাবে না, যতক্ষন পর্যন্ত একজন মুক্তিযোদ্ধার সন্তান বেঁচে থাকবে ততক্ষন পর্যন্ত আমরা তা রোখে দিব। তাতে যদি জান বাজিও রাখতে হয় প্রয়োজনে তাও রাখবো। তারা আরো বলেন একটি স্বার্থান্বেষী কুচক্রী মহলের চক্রান্ত ও শান্তিপ্রিয় দেশকে অশান্তে’র দিকে নিয়ে যেতেই দেশে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হয়েছিলো। তারা জানেন না বাংলাদেশ মানে বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। কখনোই বাঙ্গালির হৃদয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে ফেলা যাবে না। এটি একটি আদর্শ ও চেতনাকে লাঞ্ছিত করা। স্বাধীনতাবিরোধীদের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের নাম শুনলে গাত্রদাহ হয়। তারা জানেনা কোটি কোটি মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু আছেন এবং জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বঙ্গবন্ধুর অবমাননা কারীদের বাংলার মাটি থেকে উৎখাত করবেন। যা ইতিমধ্যে প্রমানিত।