পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে ২শত ২০ জন হতদরিদ্র পরিবার পেলো ঈদ উপহার সামগ্রী।
শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছায়েদুল ইসলাম শাওনের নিজস্ব অর্থায়নে এ ঈদ উপহার দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে আতিউর রহমান মডেল আলিম মাদ্রাসার মাঠে উপস্থিত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
বিতরনকৃত খাদ্যসামগ্রীর মধ্যে আতপ চাউল, সেমাই, চিনি, নুডুলস, তেল, সাবান ও পিঠা।
উপহার সামগ্রী বিতরনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ভাতশালা ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুনছুর আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ফজলুল হক, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাসুদ রানা, সদস্য রুমান মিয়া, আবু রায়হান, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, সুরুজ্জামান, নাজমুল ইসলাম প্রমুখ ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন আমি যেমন সবসময় ভাতশালা বাসীর পাশে ছিলাম তেমনি আমার ছেলেও সবসময় আপনাদের পাশে থাকবে।