নকলা (শেরপুর) প্রতিনিধি:আলোকিত হউক উদারতায়’এ প্রতিপাদ্যকে মনেপ্রাণে ধারন করে ১৪তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরের নকলা উপজেলায় সরকারের সকল প্রকার নির্দেশনা মেনে নকলা প্রবীণ প্রতিবন্ধী হিতৈষী সংস্থার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ এপ্রিল শুক্রবার বিকেলে নকলা প্রবীণ প্রতিবন্ধী হিতৈষী সংস্থার অস্থায়ী কার্যালয়ে আসাদুজ্জামান সৌরভের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন, সহ-সাধারণ সম্পাদক নূর হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ্ আল-আমনি, ক্রীড়া সাংস্কৃতিক ও সমাজ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সদস্য মকিব হোসেন মামুন প্রমুখ। এসময় সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সকল অটিজমদের দিকে সুদৃষ্টি রাখতে সকলের প্রতি আহবান জানানো হয় এবং তাদের সুস্থ্যতা কামনাসহ বিশেষ দোয়া করা হয়।