স্টাফ রিপোর্টার: ১১ জানুয়ারি সোমবার দুপুরে শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের ঘুঘুরাকান্দি নয়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রূপচাঁন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রূপচাঁন স্থানীয় বকুল মিয়ার ছেলে ও ঘুঘুরাকান্দি প্রি-ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘুঘুরাকান্দি নয়াপাড়া গ্রামের আগ্রাখালের উপর ৭২ মিটার দৈর্ঘ্যরে একটি ব্রিজের নির্মাণ কাজ চলছিল। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ব্রিজের পাইলিংয়ের খাঁচা ঝালাই করার সময় স্কুলছাত্র রূপচাঁন অকস্মিক ওই খাঁচাটি স্পর্শ করে। এতে সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে
