প্রবাস ডেস্ক || বাংলাদেশি হজযাত্রীদের বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। চলতি বছর প্রায় ৬০ হাজার বাংলাদেশি পবিত্র হজ পালন করবেন, যার অধিকাংশই সৌদি আরবে চলে এসেছেন।
আজ শেষ হচ্ছে হজ ফ্লাইট। গতকাল বাংলাদেশ থেকে ৭৭৭ ফ্লাইটে ৪১৯ জন বাংলাদেশি হজযাত্রী জেদ্দা কিং আব্দুল আজিজ এয়ারপোর্টের হজ টার্মিনালে দুপুর ৩টায় পৌঁছালে রাষ্ট্রদূত হজযাত্রীদের স্বাগত জানান।
এ সময় জেদ্দাস্থ বাংলদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকও উপস্থিত ছিলেন।