মানিক দত্তঃ শেরপুরে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি অনুকূলে ২০/২১ অর্থবছরের বরাদ্ধকৃত ঐচ্ছিক তহবিল হতে সদর উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে। ৯মে রবিবার সকালে শহরের ঐতিহ্যবাহী জি কে পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে ২শত নারী পুরুষদের মাঝে নগদ ২ হাজার টাকা করে মোট ৪ লক্ষ টাকা বিতরন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
এসময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, শেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, হুইপ কণ্যা সাদিয়া রহমান অপি, জি. কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।