বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা আওয়ামী লীগের অর্থায়নে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে শেরপুর জেলা সদরের বঙ্গবন্ধ স্কয়ারে নির্মিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।ম্যুরাল নির্মানের কাজ পুরোদমে চলছে,তারই ধারাবাহিকতায় আজ ২৪ মে সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে ফ্লোরের ঢালাই কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। সে সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি,যুন্ম-সম্পাদক মানিক দত্ত।