বুলবুল আহম্মেদ শেরপুর: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শেরপুরের বিএডিসি বঙ্গবন্ধু পরিষদ। মঙ্গলবার দুপুরে শেরপুর শেরিঘাট মোড়ে বিএডিসি হিমাগারের সম্মুখে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার জন্য দায়ীদের বিচার এবং সারাদেশে মৌলবাদীদের ভাস্কর্য বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন শেরপুর বিএডিসি হিমাগারের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাজেদুর রহমান।
এছাড়াও অন্যান্যদের মধ্য নকলা হিমাগারের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক (বীজ বিতরণ) লায়লা আক্তার, উপ-সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মেহেদী আল বাকী, সিবিএ শেরপুর জেলার সভাপতি মোঃ আঃ ওয়াদদু, সাধারন সম্পাদক লোকমান আলী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী পরিচালক বিএডিসি হিমাগার শেরপুর।
অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শেরপুর জেলায় কর্মরত বিএডিসির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।