বুলবুল আহম্মেদ শেরপুর :সারা দেশের ন্যায় শেরপুরেও কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে শেরপুর জেলা ছাত্রলীগ। রবিবার রাতে শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার নেতৃত্বে শহরের বঙ্গবন্ধু স্কয়ার থানা মোড় থেকে মশাল হাতে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নিউমার্কেট হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বঙ্গবন্ধু স্কয়ার থানা মোড়ে এসে শেষ হয়। এসময় শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. চন্দন কুমার পাল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, জেলা ছাত্রলীগ,থানা ও শহর ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এসময় তারা কুষ্টিয়ায় যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।