স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শেরপুর জেলা যুবলীগ।
শনিবার (০৫ ডিসেম্বর) রাতে শেরপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে শহরের নিউমার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের বঙ্গবন্ধু স্কয়ার থানা মোড়ে এক পথ সভায় মিলিত হন তারা। পথ সভায় নজরুল ইসলাম বলেন, কুষ্টিয়ায় যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
বঙ্গবন্ধুর ভাস্কর্যে মৌলবাদীদের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় যুবলীগ নেতা নুরুউদ্দিন, সোবহান উদ্দিন জিহান,নাহিদ, মুমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।