মানিক দত্ত:বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে সোনালী ব্যাংক শেরপুর আঞ্চলিক কার্যালয়ের খাদ্য প্রদান ও দোয়া অনুষ্ঠিত।
২০মার্চ শনিবার দুপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সোনালী ব্যাংক শেরপুর আঞ্চলিক শাখার উদ্যোগে শেরপুর তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার ৬৫জন এতিম ছাত্রদের মাঝে উন্নতমানের খাদ্য প্রদান করা হয় এবং বঙ্গবন্ধুর পরিবারসহ মৃত সকলের আত্মার মাগফেরাত কামনায় ও দেশ-দশের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সে সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক শেরপুর আঞ্চলিক শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ভারপ্রাপ্ত এজিএম মোঃ রেজাউল করিম, সিনিয়র অফিসার ও সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ জাকির হোসেন, প্রিন্সিপাল অফিসার ও সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ সাদী সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মাদ্রাসার পক্ষে উপস্থিত ছিলেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ ফখরুল মজিদ খোকন, সদস্য আলহাজ্ব খন্দকার মোঃ নজরুল ইসলাম, সদস্য মাহবুব আলম বাবলুসহ কমিটির অন্যান্য সদস্য ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।