স্টাফ রিপোর্টার:১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে, গ্রামের অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাবার বিতরণ করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি। শেরপুর সদরের ধলা ইউনিয়নে আজ ১৮ মার্চ বৃস্হপতিবার মা ও ছোট শিশুদের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন তিনি।
চিকিৎসা শেষে ছোট শিশুদের সাথে নিয়ে কেক কাটা হয়। পরে গ্রামের প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে খাবার প্রদান করেন ডাঃ অমি।
এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সাজ্জাদুর রহমান, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার সায়েদা বেগম, গাজিরখামার ইউনিয়নের পরিদর্শক শরিফুর রহমানসহ আরও অনেকে।