রেজাউল হাসান সাফিত, নকলা (শেরপুর) প্রতিনিধি : অবশেষে সেই অসহায় বৃদ্ধা রুমেছা বেগমের( ৮০) স্বপ্নের ঘর বাস্তবায়নের কাছ শুরু করেছে নকলা উপজেলা প্রশাসন।
শেরপুরের নকলা উপজেলায় বানেশ্বর্দী ইউনিয়নের অসহায় বৃদ্ধা রুমেছা বেগমের ঝুপড়ি ঘর ভেঙে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দে নতুন পাকা ঘর নির্মাণ কাছ শুরু করেছে নকলা উপজেলা প্রশাসন।
গত ১৯ শে এপ্রিল কালের কণ্ঠে অসহায় রুমেছা বেগম শেষ ইচ্ছা প্রধানমন্ত্রী ঘর উপহার শিরোনাম প্রশাসনের নজরে আসে। পরের দিন নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান বৃদ্ধাকে দেখতে বানেশর্দী ইউনিয়নে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা র ঘর বরাদ্দ দেয়া হবে বলে আশ্বস্ত করেন ।
আজ ৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা র “ক শ্রেনীর তালিকা অনুযায়ী আধা পাকা এই ঘর বরাদ্দ দেয়া হয়।
অসহায় বৃদ্ধা রুমেছা বেগমের ঘর উদ্বোধনের জন্য উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান,নকলা উপজেলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস,নকলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জাহাঙ্গীর হোসেন,অত্র ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।