স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি গত ৮ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং বিপ্লব বড়ুয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এজন্য এডভোকেট চন্দন কুমার পাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিপ্লব বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সেই সাথে শেরপুরবাসীর কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।
বর্তমানে এডভোকেট চন্দন কুমার পাল হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো।