নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ডোবার পানিতে পড়ে আয়শা খাতুন নামে দুই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মে) দুপুরে উপজেলার গাগলাজানি গ্রামে এ ঘটনা ঘটে।
সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে সবার অগোচরে গাগলাজানি গ্রামের আবেদ আলীর দুই বছর বয়সী কন্যা শিশু আয়শা বাড়ির পাশে থাকা ছোট ডোবায় পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পাশের ডোবা থেকে আয়শার লাশ উদ্ধার করা হয়।
ঘটনাটি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।