নিজস্ব প্রতিবেদক ।ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর তেজগাঁওয়ে একটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের অভিযানে তশোফা নামের ওই ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮থ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।

এদিকে অপর এক অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে ঢাকা মহানগরীর পল্লবী এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিউ বিগ বাজার নামের প্রতিষ্ঠানকে আমদানিকৃত স্কিন লোশন, টয়লেট সোপ ও শ্যাম্পু পণ্য বিএসটিআইয়ের ছাড়পত্র ব্যতীত বিক্রি করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।