ন্যায্যমূল্য দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন শেরপুরের আলু চাষীরা

ন্যায্যমূল্য দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন শেরপুরের আলু চাষীরা

মানিক দত্ত:শেরপুর সদর উপজেলায় উৎপাদিত বিএডিসি বীজ আলুর ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আলু চাষীরা। আজ ১১ এপ্রিল রোববার সকালে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলু চাষী সমিতির সভাপতি মো. উসমান গণি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত বছরের উৎপাদন খরচের তুলনায় এবছর ৪শত ৬৫ একর জমিতে আলু উৎপাদন করা হয়েছে। একর প্রতি ৩ থেকে ৫ মেট্রিকটন আলু উৎপাদন হয়। এবছর প্রতি কেজি বীজ আলু উৎপাদন খরচ সরকারি মূল্যে নির্ধারণ করা হয়েছে ‘এ’ গ্রেড ১৯ টাকা এবং ‘বি’ গ্রেড ১৬ টাকা। এতে করে কৃষকগণ হতাশা হয়েছেন। গত বছর বিএডিসি কর্তৃক প্রতি কেজি বীজ আলুর মূল্যে নির্ধারণ করা হয়েছিল ‘এ’ গ্রেড ২৩ টাকা এবং ‘বি’ গ্রেড ২২ টাকা।
২০২০-২০২১ অর্থ বছরের প্রতি কেজি বীজ আলুর মূল্যে ২৭ থেকে ২৫ টাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরদাবি জানান চাষীরা।
এসময় অন্যান্যদের মধ্যে চাষী সাবেক অধ্যক্ষ মো: আতাউর রহমান হেলাল, কৃষক জুলহাস উদ্দিন বাদশা, মিলন মিয়া, মিজানুর রহমান, বক্ল ম্যানেজার সাইদুর রহমান সুমন বক্তব্য রাখেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *