জামালপুর প্রতিনিধি:জামালপুরের ইসলামপুর উপজেলার ১২ নং চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম (রানা) গণসংযোগ ও নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। ৩০ জানুয়ারি শনিবার বিকাল ৫ টা হতে রাতে ৭ পর্যন্ত নৌকার পক্ষে ভোট চেয়ে চরগোয়ালিনী ইউনিয়নের বালিয়ামারি পোড়া বাড়ী ও বেপারিপাড়া বাড়ি-বাড়ি গিয়ে মা-বোনদের কাছে দোয়া চান, বাজারে রাস্তায় চা স্টলে বিভিন্ন শ্রেনীর লোকের কাছে তিনি দোয়া চান, গ্রামে -গ্রামে গনসংযোগ শেষে রাত ৭.৩০ মিনিটে ডিগ্রীরচর সকাল বাজার বঙ্গবন্ধু ক্লাবে স্থানীয় ইউনিয়নের নেতাকর্মী ও জনগনের সাথে মতবিনিময় করেন তিনি।
চরগোয়ালিনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ মোজ্জামেল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চরগোয়ালীনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজাউল করিম (রানা)। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করতে ও উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দেয়ার অনুরোধ করেন তিনি। এতে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেয়। রেজাউল করিম করিম (রানা) তার বক্তব্যে বলেন আমাকে যদি মনোনয়ন দেওয়া হয়, আমি যদি এই ইউনিয়নের চেয়ারম্যান হতে পারি তবে আপনাদের সেবক হয়ে থাকব, সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ্, সব শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চায় এবং মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান (দুলাল) এমপি মহোদয়ের জন্য দোয়া চেয়ে দেশ বাসীর জন্য সুস্থ্যতা কামনা করে তার বক্তব্য শেষ করেন।