ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ত্রিশাল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকারকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ মালিক শ্রমিক জনতা।
রবিবার রাতে উপজেলা মটর মালিক সমিতির উদ্যাগে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত শ্রমিক সমাবেশে ঐক্যবদ্ধ শ্লোগান দেন মালিক শ্রমিক জনতা।
উপজেলা মটর মালিক সমিতির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ মটর মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আমিনুল হক শামীম সিআইপি।
উপজেলা যুবলীগের সভাপতি ও মটর মালিক সমিতির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, ত্রিশাল উপজলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনানীত প্রার্থী নবী নেওয়াজ সরকার, জেলা আওয়ামীলীগরে যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুছ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী আকন্দ,ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শোভা মিয়া আকন্দ, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাছান মাহমুদ প্রমুখ।