নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত আবু বক্কর সিদ্দিক। তারকাছে পরাজিত হয়েছেন বিএনপির মনোনীত সাবেক মেয়র আনোয়ার হোসেন ।
শনিবার রাত ৭ টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ১২ হাজার ৯৫৬ ভোট পেয়ে মেয়র পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত আবু বক্কর সিদ্দিক ।
এছাড়া বিএনপির মনোনীত (ধানের শীষ) আনোয়ার হোসেন ভোট পেয়েছেন ২ হাজার ৪১১ ভোট।
নির্বাচনে মেয়র পদে দুই জন প্রার্থী ছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। এই পৌরসভাতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেয়া হয়।