স্টাফ রিপোর্টার:শেরপুরের নালিতাবাড়ীতে দুই বোতল ভারতীয় মদসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হাতে আটক যুবক রুবেল হোসেনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার সীমান্তবর্তী বারমারী বাজারের বাস স্টেশন এলাকা থেকে আটকের পর রাত দশটার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত রুবেল উপজেলার যোগানিয়া গ্রামের রকিবুল ইসলামের ছেলে।

বিজিবি সুত্রে জানা গেছে, একদল যুবক রাত আটটার দিকে বারমারী বাজারের বাস স্টেশন এলাকায় ভারতীয় মদ নিয়ে অবস্থান করছিল। এতে বিজিবি তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় চ্যালেঞ্জ করলে রুবেলের কাছে ভারতীয় দুই বোতল অফিসার চয়েজ নামের মদ পাওয়া যায়। এসময় অন্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়। আটকৃত যুবক জানিয়েছে অন্যেদের আনা এ মদ সে শুধুমাত্র বহন করেছে মাত্র। যারা এনেছে তারা পালিয়ে গেছে।

এ ঘটনার খবর পেয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্য প্রমাণ শেষে আটক রুবেল হোসেনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।