স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ট্রাক চাপায় সুবর্ণা আক্তার নামে সাত বছর বয়সী এক কন্যা শিশু নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার পাঁচগাঁও বাজারে নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কন্যা শিশুটি ওই এলাকার হোসেন আলীর কন্যা।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে পাঁচগাঁও বাজারের তিন রাস্তার মোড় ছায়া গাছতলা এলাকা দিয়ে রাস্তা পাড় হচ্ছিল শিশু সুবর্ণা আক্তার। এমন সময় শেরপুর থেকে নালিতাবাড়ীগামী একটি খালি ট্রাক শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মাথা থেতলে গিয়ে প্রাণ হারায় শিশু সুবর্ণা। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটিকে পাশের সন্যাসীভিটা (চেল্লাখালী) বাজারে আটক করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

এ বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি বাদল জানান।