নালিতাবাড়ী শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় শম্পা নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। ২২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের ছালুয়াতলা গ্রামে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। শিশু সম্পা স্থানীয় দারোগ আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ছালুয়াতলা গ্রামের রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক শিশু শম্পাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় শম্পা। পরে আশেপাশের লোকজন শম্পাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ইজিবাইক চাপায় শিশু নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ইজিবাইকটিকে আটক করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
