নালিতাবাড়ী প্রতিনিধিঃ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নতুন শাড়ি-লুঙ্গি পেলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ৮শ নারী-পুরুষ।
১ মে শনিবার দুপুরে বারমারী বাজারস্থ বেগম রওশন আরা একাডেমি প্রাঙ্গণে শাড়ি-লুঙ্গি বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ফারুক আহমেদ বকুল। অন্যান্যের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল আলম, আওয়ামী লীগ নেতা এরশাদ আলম, ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মজনু, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ইউনিয়নের ৭ম নারীর মাঝে একটি করে নতুন শাড়ি ও ১শ পুরুষের মাঝে একটি করে নতুন লুঙ্গি বিতরণ করা হয়।
উল্লেখ্য, আজাদ মিয়া প্রায় ১৫ বছর যাবত এলাকার দরিদ্র শ্রেণির মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করে আসছেন।