অনলাইন ডেস্ক : নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে কৃষকদের বিরুদ্ধে নারকীয় গণহত্যায় অন্তত ১১০ জন নিহত হয়েছেন। নাইজেরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর সশস্ত্র লোকজনের হামলার ঘটনা ঘটায়।
আল জাজিরা জানায়, জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় প্রথমে ৪৩ জনের মৃত্যু হলেও, পরে সংখ্যা বেড়ে হয় কমপক্ষে ৭০। ২৮ নভেম্বর দুপুরের দিকে জেরে বোরনো অঙ্গরাজ্যের মাইদুগুরি এলাকার কাছে কোশবে গ্রামসহ স্থানীয়দের ওপর এ হত্যাযজ্ঞ চালানো হয়।
মোটরসাইকেলে করে সশস্ত্র একদল লোক ক্ষেতে কর্মরত বেসামরিক স্থানীয় নারী ও পুরুষদের ওপর হামলা করে। বর্বর এ হামলায় অন্তত ১১০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
এখনো এ হত্যাযজ্ঞের দায় কেউ স্বীকার করেনি। তবে, বোকো হারাম এবং অঙ্গ সংগঠন এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।