নদী বাঁচাও নালিতাবাড়ী বাঁচাও’ দাবীতে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান

নদী বাঁচাও নালিতাবাড়ী বাঁচাও’ দাবীতে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান

মোহাম্মদ দুদু মল্লিক ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি।‘নদী বাঁচাও নালিতাবাড়ী বাঁচাও’ শ্লোগানকে প্রতিপাদ্য করে উপজেলার দুটি পাহাড়ি নদী ভোগাই এবং চেল্লাখালীর বালু মহাল তিনটির ইজারা বাতিলের দাবী জানিয়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার‘নালিতাবাড়ীর সূধী সমাজ’ এর ব্যানারে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে ভোগাই ও চেল্লাখালী নদী থেকে বালু উত্তোলন বন্ধ ঘোষণা এবং চলতি বাংলা ১৪২৮ সনে ইজারা দেওয়া তিনটি বালু মহালের ইজারা বাতিলের দাবী জানিয়ে বক্তব্য রাখেন- প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি এমএ হাকামহীরা,নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক আব্দুল মান্নান সোহেল, সাইফুল ইসলাম, সূধীজনের পক্ষে আনোয়ারুল মঞ্জিল, প্রিন্সপাল মুনীরুজ্জামান, বিধান সরকার শিবু, অধ্যাপক তোফাজ্জল হোসেন রানা, সহকারী শিক্ষক কালাচান, কমল দেবনাথ, শিক্ষার্থী দোহা বৃষ্টি প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, ভোগাই ও চেল্লাখালী নদীর যেসব মৌজা বালু মহাল হিসেবে ইজারা দেওয়া হয়েছে সেসব মৌজায় বাস্তবে কোন বালু নেই। গেল দুই বছরে এসব স্থানের বালু শেষ করে একপর্যায়ে নদীর তলদেশ বোরিং করে ও নদী তীরবর্তী সমতল ফসলি জমি খুঁড়ে ভূ-গর্ভস্থ বালু লুটপাট চলেছে। তবে বর্তমানে ভোগাইয়ের কিছু কছিু জায়গায় বালু থাকলেও সেসব মৌজা বালু মহালে হিসেবে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *