রেজাউল হাসান সাফিত, নকলা (শেরপুর) প্রতিনিধি:শেরপুর জেলার নকলা উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলেয়া আক্তার নামে এক মেয়ে শিশু নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৫ কি ৬ বছর। তার বাবার নাম আনোয়ার হোসেন।
৭ এপ্রিল বুধবার দুপুরের দিকে নকলা-নালিতাবাড়ী সড়কের ধনাকুশা পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামে স্বামী পরিত্যক্ত মায়ের সাথে নানার বাড়িতে বসবাস করতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুটি রাস্তা পারাপারের সময় নকলা থেকে নালিতাবাড়ীর দিকে ছেড়ে যাওয়া ইটভাটার শ্রমিক বহনকারী একটি ট্রাক শিশু আলেয়াকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে প্রত্যক্ষ দর্শীরা নালিতাবড়ী থানায় খবর দিলে থানার পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে।
বিষয়টি নকলা ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান সুজা নিশ্চিত করেন। এবিষয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।