স্টাফ রিপোর্টার:শেরপুর জেলার নকলা উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) নকলা শাখার উদ্যোগে গ্রহকদের মাঝে ঋণ আদায় ও বিতরনের মহাক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরের দিকে বিকেবি নকলা শাখা কার্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে নতুন ঋণ গ্রহীতারা ঋণ গ্রহন করেন ও ঋণ পরিশোধকারীরা ঋণের টাকা জমা করেন।
বিকেবি নকলা শাখার ব্যবস্থাপক (উর্ধ্বতন মূখ্য কর্মকর্তা) মো. ফজলে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ঋণ বিতরণ ও ঋণ আদায়ের মহাক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিকেবি ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জামিল আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেবি শেরপুর মূখ্য অঞ্চলের অঞ্চলিক ব্যবস্থাপক সুভাষ চন্দ্র সাহা, শেরপুর অঞ্চলের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা পরেশ চন্দ্র দাস প্রমুখ।
নকলা পৌরসভার ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো. ইন্তাজ আলীর হাতে প্রথম ঋনের টাকা তুলে দেওয়া হয়। এসময় বিকেবি নকলা শাখার উর্ধ্বতন কর্মকর্তা আপেল মাহমুদ সাকিল, কর্মকর্তা মো. মরতুজ আলী ও মো. নিজাম উদ্দিনসহ অঞ্চল, বিভাগ ও জেলা পর্যায়ে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) শাখার কর্মকর্তাগন, বিকেবি নকলা শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীগন, উপজেলার ব্যাংকিং সুবিধা ভোগী নারী-পুরুষ গ্রাহকগন উপস্থিত ছিলেন।