স্টাফ রিপোর্টার:শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোণায় সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প বাস্তবায়নের জন্য আগ্রহী কৃষকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের (পরিকল্পনা-১) যুগ্ম সচিব ড. শাহ্ মো. হেলাল উদ্দীন।
শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শেরপুর পবিসথর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আলী হোসেন। সভায় বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. সাকিল ইবনে সাঈদ, বিশ্বনাথ সিকদার, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম মো. হামিদুল হক, চন্দ্রকোণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাজু সাঈদ সিদ্দিকী, শেরপুর পবিসথর ডিজিএম (কারিগরী) মো. আকবর হোসেন প্রমুখ।
