নকলা,শেরপুর। প্রতিনিধি:প্রতি বছরের মতো এবারও নকলা যুব শক্তি স্বেচ্ছাসেবী সংগঠন ও কেন্দ্রীয় কমিটির নির্দেশ ক্রমে গরিব-অসহায় মাঝে নিজ অর্থায়ন সহ উক্ত সংগঠনে সহয়তায় ঈদ সামগ্রী – সেমাই, চিনি,নুডুস,ডিম,পিঠা,তেল সাবান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মে) সকালে নিজ সংগঠনের উদ্যোগে নকলা যুব শক্তি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি,নকলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য, ও মানবতা এবং আর্দশ সমাজ গঠনে আমরা, বাংলাদেশ। কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান সাফিত বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- নকলা ইউনিয়নের আওয়ামিলীগের ওয়ার্ড সেক্রেটারি মহিদুল ইসলাম, উপদেষ্টা মোজাফফর আলী ও নকলা যুব শক্তি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল হাসান,কার্যকরী সদস্য তারেক রহমান, খলিলুর রহমান খলিল প্রমুখ
এ বিষয়ে কেন্দ্রীয় সহ সাংগঠনিক রেজাউল হাসান সাফিত বলেন, বাংলাদেশে করোনায় বিপর্যস্ত অর্থনৈতিক সহ প্রায় সর্বক্ষেত্রে , আমরাও এর বয়াল ছোবুলে পড়ে গেছি । জীবনের চেয়ে বড় মূল্যবান কিছু নেই, একই সঙ্গে জীবিকাও গুরুত্বপূর্ণ। যারা দিন আনে দিন খায়। তাদের পাশে আমি ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করছি মাত্র।দোয়া করবেন সব সময় যেন আপনাদের পাশে থাকতে পারি কিছু উপহার দিয়ে হলেও।ধন্যবাদ