শেরপুরে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপির কাছে দেশরত্ন শেখ হাসিনার দেওয়া জেনারেল হাসপাতালের জন্য অক্সিজেন কনসেন্ট্রটর ও করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। ৮জুন মঙ্গলবার রাতে শেরপুর জেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এসব হস্তান্তর করেন কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ন মহাসচিব আব্দুল মজিদ।
হস্তান্তর অনুষ্ঠানে শেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক চন্দন সাহা, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ স্থানীয় আ.লীগ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।