স্টাফ রিপোর্টার:শেরপুর জেলা আওয়ামীলীগের দলীয় ও সদস্য পদ থেকে বহিস্কার হলেন শেরপুর জেলা আওয়ামীলীগের তথ্য ও গভেষনা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রেজা। ৩১ জানুয়ারী রবিবার দুপুরে শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিস্কারাদেশ নিশ্চিত করা হয়।
জানা যায়, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করে শেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের আওয়ামীলীগের দলীয় পদ এবং প্রাথমিক সদস্য পদ হইতে বহিস্কার করা হয়। সেইসাথে বহিস্কৃত দুজনই দলীয় পদ ব্যবহার করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে গতকাল শনিবার রাতে শেরপুর পৌরসভা নির্বাচনে এডভোকেট রফিকুল ইসলাম আধার দলের বিপক্ষে প্রার্থী হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন প্রসঙ্গে এক সংবাদ সম্মেলন করেন শেরপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান।